নিঘোর ও সন্ধানে গো
মন শিকারি বিন্দাইলো তীর কলিজায় ।
ধইরো না ছইওনা বিঁষে সোনার অঙ্গ জ্বলিযায়
মন শিকারি বিন্দাইলো তীর কলিজায় ॥
ফাগুনেরও আগুন যেমন লাগায় দীলে জানে
গলায় দিয়া প্রেমও রশি আলগা থাকি টানে ।
বন্দের দুই নয়ানের বানে, পাষাণ হীয়া গলি যায়
মন শিকারি বিন্দাইলো তীর কলিজায় ॥
জানিনা সে করবে কি না মিছা দুষের ভাগি
পাইলে তারে জিজ্ঞাসীতাম সে কেমন বৈরাগী ।
পাগল হাসান বন্ধুর লাগি, যখন তখন ছলি যায়
মন শিকারি বিন্দাইলো তীর কলিজায় ॥
Song: Mon Shikari
Lyrics, Tune, Singer: Pagol Hasan
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...