নিজের নূরে নূর বানাইয়া, আদম রূপে মিশাইছে
মোহাম্মদী বাজার বসাইছে
আল্লাহর দুনিয়ায়
মোহাম্মদী বাজার বসাইছে ॥
করিনা ব্যাখ্যা বিশ্লেষণ, সহজ সুন্দর ক্যালকুলেশন
পাঁচ পদে পাঁচ নিদর্শন আছে ।
চার কূলে চার কালিমা, মধ্যমণি মা ফাতেমা
প্রেমময় আল্লাহর কারিশমা পাঁক-পাঞ্জাতন সাজাইছে
মোহাম্মদী বাজার বসাইছে
আল্লাহর দুনিয়ায়
মোহাম্মদী বাজার বসাইছে ॥
যেমন কোন কোন নবী, নবুয়ত না কইরা দাবী
শেষ নবীর উম্মতির স্বাধ জানাইছে ।
কূণে সৃষ্টি এই ভ্রহ্মান্ড আর পাইয়া কূণে লন্ডভন্ড
ইসরাফীল ঘটাইবে কান্ড ঐ শিঙ্গা যদি বাজাইছে
মোহাম্মদী বাজার বসাইছে
আল্লাহর দুনিয়ায়
মোহাম্মদী বাজার বসাইছে ॥
আঠারো হাজার মাখলুকাত, তাঁর উপরে আদম শ্রেষ্ট জাত
আল্লাহর হাত সর্ব জীবের গায় আছে ।
আল্লাহু লা সারিক মানো দমে দমে তাঁর নাম টানো ॥
পাগল হাসানে তার বন্ধুর ধ্যান তার ভুলা মনরে মজাইছে
মোহাম্মদী বাজার বসাইছে
আল্লাহর দুনিয়ায়
মোহাম্মদী বাজার বসাইছে ॥
Song: Mohammodi Bazar
Lyric, Tune, Singer: Pagol Hasan
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...