মায়ার ফাঁন্দে ঠেকছি আমি
যায় না কেউরে বলা গো
বন্ধুয়ার পিরিতে গো আমার
জড়াই ধরলো গলা ॥

কেন বা পিরিত বাড়াইলাম
আপনারে হারাইলাম
না জাইনা পিরিতির ষোলকলা।
ক্ষণে সরূপ ক্ষণে বিরূপ
এই কালা এই ধলা গো ॥

পিরিতি বিষয় কঠিন
সমানতালে নিশি দিন
হৃদরের জমিন কুঁড়ে লাঙলের ফলা।
মাসুক হইয়া সুখ দুখ লইয়া
গইয়া গইয়া জ্বলা গো ॥

পিরিতি রয় জানকুঠায়
সাধ্য কার ধরলে ছুটায়
পাগল হাসান ভাবিয়া উতলা ।
বুঝলাম, পিরিত বলতে চলতে চলতে
মরণ পুরে চলা গো ॥


Song: Mayar Fande Thekchi Ami
Lyrics, Tune, Singer: Pagol Hasan