শুয়াইয়া ফুলের বিছানাই
করবো বাতাস তোমার গায়
আওরে বন্ধু মাটির পিঞ্জিরায় ॥

ও বন্ধুরে, আমি কি আর আমার আছি
কবেই তোমার হয়ে গেছি
মরি বাঁচি তোর চরণ ছায়ায়
ভিন্ন যদি বাসবা তুমি
কূল বিনাশা বানাইবা ॥

ও বন্ধুরে, কপলেতে টিকা দিয়া
প্রেম সাগরে নাও বাসাইয়া
তুমিহীনা দরদী কেউ নাই
পাগল হাসান ভাইসা রইলো
চন্দ্রহীনা জোছনায় ॥


Song: Matir Pinjiray
Lyric, Tune, Singer: Pagol Hasan