আমি লুঙি দিয়া কেঁথা সিলাই
নুন আনতে পান্তা পাইনা
জোড়া তালির জীবন আমার গেলো না ॥
রাজ-দামুর বাজার যবর মন্দা
যার আছে তার শতেক ধান্ধা
নিজের হাতে নিজে বাঁন্ধা
ঘরোর মাইনষে বুঝলো না ॥
তারি ভবে সকল আশা
যার সনে যার ভালোবাসা।
গরিবের আল্লাহ্ ভরসা
অইলে অইলো নাইলে না ॥
লাল গল্লা শাহ্'র ছাতী কম্বল
গান পাগল হাসানের সম্বল
কার বা আকিজ বিড়ির বম্বল
ছাড়বার কপাল হইলো না ॥
Song: Jora Talir Jibon
Lyric, Tune, Singer: Pagol Hasan
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...