কেমনে তারে রাখতাম বাইন্ধা
দেহ পুরে বিরাজ করে (এক)
গুন্ডা নামের ধুন্ধা ॥
 

আগ দুয়ারে আসা যাওয়া
দিনে রাতে দিচ্ছে খেওয়া
বাতাস রূপে করে খেলা
লাগাইয়া ধান্দা ॥


কত না স্নেহ মমতায়
রাখি তারে হৃদ পিঞ্জিরায়
আলো কে আধাঁর করে যায়
ঘরে লাগায় বেন্দা ॥


সেই গুন্ডার এমনই গুণ
হঠাৎ সে লাগাবে আগুন
বাবর আলী যাবে যেদিন
সব করিবে আন্ধা ॥



Song: Gundha Namer Dundha
Lyrics, Tune, Singer: Pagol Hasan