দিনে রাইতে তোমারে বান্দার কলবে যেনো পাই
আল্লাহ রাইত হইলে ডরাই,
রাইত পোহাইলে ডর ভয় সকলই ভুইলা যায় ॥


আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি'বা সাধ্য
যখন তখন উইড়া যায়তে জীবের জীবন বাধ্য
সক্ষমতার প্রতিবাদ্য হরহামেশায় গাই ॥


আল্লাহ কর্মকূলে মর্মভূলে অষাঢ় কার্য করি
রসে সঙ্গে বাইতে বাইতে অকুল গাঙে পড়ি
কুল ভিরাও পাড়ের কান্ডারি পাড়ের মালিক শাঁই ॥


আল্লাহ ঘরের পানে চাইনাগো চাইগো চেতন হারায় তনে
কি যানি কি হয়যে আমার শেষ বিদায়ের দিনে
ভেবে গায় পাগল হাসানে চিত্তে ক্ষমা চাই ॥



Song: Allah Rait Hoile Dhorai
Lyrics, Tune, Singer: Pagol Hasan