আমায় যত দাও হে ব্যাথা
হৃদয়ে রাখিবো গাঁথা
একদিন জানি ব্যাথার হবে অবসান।
প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে
দেহ ছেড়ে চলে যাবে যেদিন, এই অধমের প্রাণ ॥

বাঁধিয়া মায়াডোরে, কাঁদালি এমন করে
এই কি প্রেমের প্রতিদান?
প্রথম যেদিন হাতে ধরে, বুকে টেনে নিলে মোরে
বলেছিলে হৃদয় মাঝে দিবে'গো স্থান
করে মিথ্যে অভিনয়, পাগল মন করেছ জয়
কেন সাজিলে পাষাণ ॥

রাখিয়া তোমার কথা, ছাড়িলাম মাতা পিতা
হৃদয়ে রেখেছি তোমার প্রেমের বান।
কাঁদি দিবস-রাতি, মোর বাসরে নাই বাতি
গেল জাতি কুল ও মান।
করে মিথ্যে অভিনয় পাগল মন করেছ জয়
কেন সাজিলে পাষাণ ॥


Song: Amay Joto Dao He Batha
Singer:  Kamruzzaman Rabbi
Lyrics: Alauddin Boyati